বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত আলোর মিছিল – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত আলোর মিছিল

প্রকাশিত মার্চ ৩০, ২০১৮

সিলেট :: বেরিয়েছে সাংবাদিক আকাশ চৌধুরী সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন আলোর মিছিল তৃতীয় সংখ্যা। ২০১৬ সাল থেকে দেশের প্রতিথযশা লেখকদের লেখায় সমৃদ্ধ এ সংকলনটি প্রকাশনা ও সম্পাদনা করে আসছেন তিনি।

বর্তমান সংখ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সোহরাব হাসান, কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, তাজুল মোহাম্মদ, স্বদেশ রায়, ড. অরুণ কান্তি গোস্বামী, আজিজ আহমেদ সেলিম, হালিম আজাদ, লুৎফর রহমান রিটন,  দিলোয়ার ইবনে ইউনুস, ওবায়েদ আকাশসহ মোট ২৮ জন লেখকের লেখা স্থান পেয়েছে। সম্পূর্ণ চাররঙ্গা এ সংকলেনর প্রচ্ছদ ও ভেতরের অলংকরন করেছেন  বিমান তালুকদার।

দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী স্বাধীনতার মাস মার্চে আলোর মিছিল ছাড়াও ২০১৫ সাল থেকে বিজয় চিরন্তন নামের আরো একটি সংকলনের সম্পাদনা করে আসছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।