ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন বাদশাহ সালমান

Daily Ajker Sylhet

০৪ এপ্রি ২০১৮, ০৪:১৪ পূর্বাহ্ণ


ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ  ইসরাইলিদের নিজ ভূমির অধিকার আছে- সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান এমন বক্তব্য দেয়ার পর তার বাবা বাদশাহ সালমান ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের অধিকারের বিষয়ে নিজের অবস্থানের কথা পরিষ্কার করেন।-খবর এএফপির।

গাজা উপত্যকায় বিক্ষোভে ইসরাইলি বাহিনী ১৭ ফিলিস্তিনিকে হত্যার পর এই ফোনালাপে সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রতি জোর দিয়েছেন।

সৌদি আরবের পক্ষ থেকে এ বিবৃতি আসার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাদশাহ সালমানের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে মার্কিন সাময়িকী আটলান্টিকে মোহাম্মদ বিন সালমানের দেয়া বক্তব্যের বিষয়ে তিনি কিছু বলেননি।

আটলান্টিকে দেয়া সাক্ষাৎকারে বিন সালমান বলেন, আমি বিশ্বাস করি, নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনি ও ইসরাইলের পূর্ণ অধিকার আছে। আমাদের এমন একটি চুক্তি দরকার যাতে সব পক্ষই স্থিতিশীল ও স্বাভাবিক একটা সম্পর্ক বজায় রাখতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।