ওয়ালসলে কাউন্সিলর প্রার্থী মিসবাউর রহমানের সমর্থনে মতবিনিময় সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:২৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ওয়ালসলে কাউন্সিলর প্রার্থী মিসবাউর রহমানের সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশিত এপ্রিল ১৯, ২০১৮
ওয়ালসলে কাউন্সিলর প্রার্থী মিসবাউর রহমানের সমর্থনে মতবিনিময় সভা

আহমেদ কাবির ঃ যুক্তরাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে বার্মিংহামের র্পাশ্ববর্তী ওয়ালসল কাউন্সিল থেকে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো মিসবাউর রহমান নামের একজন বাঙালী কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি ওয়ালসল কাউন্সিলের অলড্রিজ সেন্ট্রাল ও সাউৎ এলাকা থেকে এই মনোনয়নপ্রাপ্ত হয়েছেন। বাঙালী কাউন্সিলর প্রার্থী মিসবাউর রহমানের সমর্থনে গত ১৯ এপ্রিল ওয়ালসলের ডার্লসটনের ভোজন লাউঞ্জ রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ালসলে বসবাসরত বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব ফয়েজ উল্লাহ। ক্বারী আবুল খায়েরের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভা পরিচালনা করেন দ্যা গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্সের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ। মতবিনিময় সভার শুরুতে মিসবাউর রহমান লেবার পার্টি থেকে ওয়ালসল কাউন্সিলের নির্বাচনে একমাত্র বাঙালী প্রার্থী হিসেবে মনোননয়ন পাওয়ায় দল মত নির্বিশেষে কমিউনিটির সকলের সবাঙ্গীন সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামের গারেট গ্রীন এলাকা থেকে লেবার পার্টির কাউনন্সিলর প্রার্থী সাদেক মিয়া শামসু,বাংলাদেশী ফ্রেন্ডস অফ লেবার পার্টির চেয়ারম্যান এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,ওয়ালসল বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন,কমিউনিটি নেতা তুতীউর রহমান তোতা,হাজী আক্তার উদ্দিন,নাহিদ আহমেদ,খসরু মিয়া,খোরশেদুল হক,মোহাম্মদ শাহজাহান,আমিরুল ইসলাম জামাল,সাইফুল আলম,আশিক মিয়া,কাওসার আহমেদ,আবুল কালাম,শাহাব উদ্দিন,জাকির হোসেন,মোক্তার আলী আজাদ,আলীম উদ্দিন,মোহিদ আহমেদ,টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল ও চ্যানেল এস প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা মুলধারার রাজনীতিতে বাঙালীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে সকল বাঙালীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে মিসবাউর রহমানকে সমর্থন করার অনুরোধ জানান। উল্লেখ্য অলড্রিজ সেন্ট্রাল ও সাউৎ এলাকা থেকে লিবডেম পার্টির কাউনন্সিলর প্রার্থী রয় শেওয়ার্ড এবং কনজারভেটিব পার্টি থেকে জন মুরে প্রার্থী হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।