নটিংহামে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২১, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নটিংহামে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক

প্রকাশিত জুলাই ৩১, ২০১৮
নটিংহামে ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক

লোকমান হোসেন কাজী ঃ ইটালী থেকে যুক্তরাজ্যে আসা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে নটিংহামে। নটিংহামে বসবাসরত বিপুল সংখ্যাক ইটালীয়ান বাঙালী এবং তাদের পরিবার পরিজন ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৩১ জুলাই নটিংহামের গ্রীণওয়ে কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে,সঙ্গীতা রায় চৈতি ও লামিয়া মান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন খান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন নটিংহামের সাবেক মেয়র কাউন্সিলর গুল নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কমিউনিটি নেতা শাব্বির হোসেন,হামিদ উল্লাহ,হান্নান আহমেদ,মামুন শিকদার,আশরাফুল হক,আনোয়ার হোসেন লিটন,আকাশ মুন্সী,এনামুল হক নান্নু প্রমূখ। অভিষেক অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট ইতালীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র নতুন কার্যকরী কমিটির সকল সদস্যকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অভিষিক্তরা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকরী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠানের সাবর্কি সহযোগিতায় ছিলেন আব্দুল হান্নান সরদার,ফারুক মোড়ল,বাবুল পেদা,আব্দুস সালাম,নাজুমল হক মন্টু প্রমূখ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।