
বকুল খান, স্পেন: বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনীয়া স্পেনের কার্যকরী কমিটির পরিচিতি এবং কর্মী সভা অনুষ্টিত হয়েছে |
গত ১২ জানুয়ারী স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার প্রান কেন্দ্রের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনীয়ার কার্যকরী কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির আসন গ্রহণ করেন নবগঠিত কমিটির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃহিরা আলমের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রথমে পবিত্র কোরান থেকে তেলাওত করেন সংঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ময়নুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেস্টা আওয়াল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল হাকীম,সেলিম আহমদ লালন এবং মোঃরফিক উদ্দিন ।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশনের কার্যকরী কমিঠির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃহিরা আলম।
পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃশফিউল আলম শফি,সহসভাপতি আবুল কালাম আজাদ,সহসভাপতি রাসেল হাওলাদার,মুজিবুর রহমান তোতা,গিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শফিক খান,আবুতালেব আল মামুন লাবু,কাজী আমির হোসেন আমু,মোঃমহি উদ্দিন হারুন,সহ সাধারণ সম্পাদক মোঃমুক্তার আহমদ,মাসুম আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃহারুন রশীদ,সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান সহজ,মোঃজাকির হোসেন,মোঃজাফর হোসেন,অর্থ সম্পাদক মোঃছাব্বির আহমদ দুলাল,প্রচার সম্পাদক মোঃছালাহ উদ্দিন,সোহাগ মুন্সী,আরিফ রহমান রুবেল,সাংস্কৃতিক সম্পাদক মোঃওয়াসী আহমদ,সহ ধর্ম সম্পাদক মনিরুজ্জামান সুহেল,আন্তর্জাতিক সম্পাদক ইকবাল বকসী,মতিউর রহমান,আইন বিষয়ক সম্পাদক কামরুল মোহাম্মদ,সহ সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ মির রাজন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন এর উপদেষ্টা আজমল হোসেন,এখলাস মিয়া,উত্তম কুমার,মুকিত খান,শিমুল চৌধুরী সহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দগণ।
বক্তারা নবগঠিত বাংলাদেশ এসোসিয়েশন এর সকল কার্যক্রমকে গতিশীল করে যাওয়ার জন্য একটা ফান্ড তৈরী করেন নিজ উদ্যোগে নগদ অর্থ ২০ হাঁজার ইউরো উত্তোলন করা হয় ।এই টাকা প্রবাসীদের কল্যানে ব্যয় করা হবে বলেন |
সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু তার সমাপণী বক্তব্যে উপস্থিত কার্যকরী কমিঠির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের মাঝে কেউ ছোট বড় বেদাবেদ নেই আমরা সবাই সমান এবং আমাদের ঐক্যের মাধ্যমে এই সমাজের সকল ভালো কাজগুলা প্রবাসীদের কল্যাণের জন্য করে যাওয়ার পরিস্রুতি দেন।সভা শেষে সভাই নৈশভোজে র আয়োজন করা হয় |
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।