তামিমকে নিজের শূন্যের কাহিনী শুনিয়েছেন আফ্রিদি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪৯, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তামিমকে নিজের শূন্যের কাহিনী শুনিয়েছেন আফ্রিদি

প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯
তামিমকে নিজের শূন্যের কাহিনী শুনিয়েছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচে পরপর শূন্য রানে আউট হয়ে অনেকটাই হতাশায় ভুগছিলেন তামিম ইকবাল। টানা তৃতীয় ম্যাচে শূন্যতে হ্যাটট্রিক হয় কিনা সেই শঙ্কায় ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ তারকা ব্যাটসম্যান। এর আগেই তামিমকে নিজের ক্যারিয়ারের শুন্য রানের গল্প থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন শহীদ আফ্রিদি। সেই প্রেরণা কাজে লাগিয়ে গতকাল ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তামিম।

সিলেটে কুমিল্লার বিপক্ষে জয় পেতে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছিল খুলনা টাইটান্স। দলটির ১৮১ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে তামিম খেলেছেন ৪১ বলে ৭৩ রানের অসাধারণ এক ইনিংস। অথচ ম্যাচ শুরুর আগে হ্যাটট্রিক শুন্যের শঙ্কায় ছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই উদ্বিগ্নতার কথা বলেছেন কুমিল্লার এ উদ্বোধনী ব্যাটসম্যান।

‘আমার কাছে মনে হয় না গত সাত-আট বছরে আমি এত নার্ভাস ছিলাম কোন খেলার আগে। আমি স্যারকে (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) বলছিলাম যে, আমার খুব ভয় লাগছে। স্যার তার মতো যা আত্মবিশ্বাস দেওয়ার আমাকে দিয়েছেন। আফ্রিদি এসে তার গল্পগুলো বলছিলেন। কাজেই ওরাও বুঝেছিল আমার অবস্থা দেখে যে আমি একদমই স্বাভাবিক ছিলাম না। আমার মনে পড়ে না আন্তর্জাতিক ম্যাচেও সবশেষ এরকম পরিস্থিতি কখন পড়ছি। সত্যি কথা বলতে আমি অনেক অনেক অনেক নার্ভাস ছিলাম আজ।’

লাসিথ মালিঙ্গার মতো ভয়ঙ্কর বোলারের ওভারে গতকাল চার মেরে প্রথমে রানের খাতা খোলেন তামিম। এরপর জুনায়েদ খানের বলে ছক্কা মারার পর নিজেকে খুঁজে পেতে থাকেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

‘ওই ছয়টার পর সাহসটা আসে। প্রথম বাউন্ডারির পরও মনে হচ্ছিল, হয়ে গেছে হয়তবা। ছয়টা মারার পর সাহস আসা শুরু করল। পরে একটা দুইটা সিঙ্গেল আসার পর স্টার্ট ফিল বেটার। আর আমি যে ধরনের ব্যাটসম্যান আমার জন্য রানটা খুব গুরুত্বপূর্ণ। আমি কতটুকু বল খেলছি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এমনকি যদি আমি পাঁচ বলেও ২০ করে ফেলি তাইলে এই ২০ রান আমার জন্য গুরুত্বপূর্ণ।’

টানা দুই ম্যাচে শুন্য রানের পর ফিফটির দেখা পেলেন তামিম। দলের জয়ে ভূমিকা রাখতে পারায় ফর্মে ফেরার কথা না বলেলেও আত্মবিশ্বাসের কথা বললেন বাঁহাতি এ ওপেনার।

‘আমি সব সময় বলি দুইটা তিনটা ইনিংসে সে খারাপ ফর্ম আসে না। আবার হঠাৎ করে খারাপ ফর্ম থেকে ভালো ফর্মে চলে আসে। এই মুহুর্তে আমি নিজেকে মনে করব না যে ফর্মে এসে গেছি। এটা বলতে পারব যে ভাল একটা খেলা গেল। পরের খেলার জন্য আমি আরও বিশ্বাস পেলাম।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।