দ্বন্দ্বের কারণে দেওবন্দ মাদরাসায় তাবলিগের কার্যক্রম নিষিদ্ধ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দ্বন্দ্বের কারণে দেওবন্দ মাদরাসায় তাবলিগের কার্যক্রম নিষিদ্ধ

প্রকাশিত জানুয়ারি ২২, ২০১৯
দ্বন্দ্বের কারণে দেওবন্দ মাদরাসায় তাবলিগের কার্যক্রম নিষিদ্ধ

 

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় দ্বন্দ্বের কারণে তাবলিগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, প্রিয় ছাত্রবৃন্দ! দ্বীনের প্রচার ও প্রসারের কাজ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তবে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্ট ফেতনা থেকে দারুল উলুমকে বাঁচানোর জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদরাসার মুহতামিম আবুল কাসেম নুমানি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রিয় ছাত্রবৃন্দ! দারুল উলুমের চৌহদ্দির ভেতর ও বাইরে তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিয়ে কোনো ধরণের মাথা ঘামাবে না। দারুল উলুমের কোনো ব্যক্তি তাবলিগের দুই পক্ষের কারও সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।

যদি কোনো ছাত্র কিংবা বহিরাগত কেউ দারুল উলুমের চৌহদ্দির ভেতর তাবলিগের চলমান সঙ্কটের ব্যাপারে মাথা ঘামায়, তাহলে অন্য ছাত্ররা এতে নিজেদের না জড়িয়ে কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করবে। যদি কোনো ছাত্র মাদরাসার আইন অমান্য করে নিষিদ্ধারোপিত কাজে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।