ডেস্ক রিপোট::নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকা থেকে একটি বন্য প্রাণী (বনগরু) আটক করেছে স্থানীয়রা। এটি বন্যগরু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও উদ্ধার হতে দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কিভাবে আসলো সেটি খতিয়ে দেখতে হবে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাণীটি জোতবাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছিল। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে সেটিকে আটক করে। এ সময় প্রাণীটিকে গ্রামের মধ্যেই বেঁধে রেখে থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।
জোতবাজর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, সকাল থেকে তিনি প্রাণীটির কাছে রয়েছেন। এখানকার স্থানীয়দের অধিকাংশের মতে এটি একটি বনগরু।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা এলে সেটির সঠিক পরিচয় পাওয়া যাবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।