শিরোপা জয়ের পথে ম্যানসিটির হোঁচট – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২১, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

শিরোপা জয়ের পথে ম্যানসিটির হোঁচট

প্রকাশিত জানুয়ারি ৩০, ২০১৯
শিরোপা জয়ের পথে ম্যানসিটির হোঁচট

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল।এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে সবশেষ ম্যানসিটিকে হারিয়েছিল নিউক্যাসল!

Manual5 Ad Code

মঙ্গলবার রাতের ম্যাচটি ছিল সিটির কোচ হিসেবে প্রিমিয়ার লিগে গার্দিওলার শততম ম্যাচ। ম্যাচের শুরুটাও সিটির জন্য এর চেয়ে ভালো আর হতে পারত না, মাত্র ২৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে লিড এনে দেন সার্জিও আগুয়েরো।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলসংখ্যা বেড়ে হলো ১৫টি। চলতি মৌসুমে লিগে এটিই (২৪ সেকেন্ড) সবচেয়ে দ্রততম গোল। আর ২০১৩ সালের নভেম্বরের পর লিগে সিটির দ্রুততম গোল। ৫ বছর আগে টটেনহামের বিপক্ষে ১৩ সেকেন্ডে গোল করেছিলেন জেসুস নাভাস।  পরে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে আগুয়েরো আরেকবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু গোলটা বাতিল করে দেন রেফারি। কারণ রেফারি সংকেত দেওয়ার আগেই ফ্রি-কিক নিয়েছিলেন ডি ব্রুইন। যে কারণে বেলজিয়ান মিডফিল্ডারকে হলুদ কার্ডও দেখতে হয়।

Manual2 Ad Code

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৬৬ মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান সলোমন রনডন। আর ৭৮ মিনিটে সিটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহো নিউক্যাসলের শেন লংস্টাফকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ম্যাট রিচি। শেষ ত্রিশ মিনিটে অন টার্গেটে একটি শটও নিতে পারেননি সিটির খেলোয়াড়রা।কাল লিভারপুল লেস্টারের বিপক্ষে জিতলেই সিটির থেকে ৭ পয়েন্টে এগিয়ে যাবে। বলা যায়, এই হার সিটির প্রিমিয়ার লিগ স্বপ্নকে কঠিন করে তুলল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code