ডেস্ক রিপোর্ট:: মৌলভীবাজারের রাজনগরে ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে পংকজ দেব (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্ব কদমহাটা বাজারের আব্দুল কাইয়ুম ম্যানশন মার্কেটের সামনে থেকে তাকে আটক করার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া, র্যাব-৯) মো. মনিরুজ্জামান।
রোববার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। আটক পংকজ দেব মৌলভীবাজারের নিধিরমহল এলাকার প্রদীপ দেবের পুত্র।
র্যাব জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল উপজেলার পূর্ব কদমহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে পংকজ দেবকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, পংকজ দেব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘Dk Bai’ ও ‘Rahul dk’ একাউন্টের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে আসছিলো। ‘SSC Question Out dk’ গ্রুপের মাধ্যমে সে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলেও জানায় র্যাব।
তাকে আটকের সময় র্যাব উক্ত কাজে ব্যবহৃত স্মাটফোন, সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করে। পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃত পংকজকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র্যাব।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।