রশীদ আহমদঃ শিক্ষা ও সেবামূলক সামাজিক সংগঠন “মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন,সিলেট”র উদ্যোগে দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষাথীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান ও সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে ১৪৩৯ হিজরিতে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান গত ২রা ফেব্রুয়ারি শনিবার বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।
মেধা তালিকায় শীর্ষ ৪০-এ স্থান পাওয়া সিলেট বিভাগের ৮জন মেধাবী আলেম-আলেমাহকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, সনদ,ব্যাগ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ.’র শায়খুল হাদীস ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট হাসান আহমদের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য মুহাম্মদ রুহুল আমীন নগরী,তথ্য ও প্রকাশনা সম্পাদক শাহিদ হাতিমীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নসীহত পূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। মারকাযুশ শরিয়া ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি হারুন, জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান,দরগাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুনায়েদ আহমদ কিয়ামপুরী,জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন,
শেখবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজাল হামিদী,ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুযযামান সাঈদ,দলইরগাঁও মানজারুল ইসলাম কওমি মাদরাসার শিক্ষাসচিব ও ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান কফিল,ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাস্টার আখতার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস মশহুদ, ,ফাউন্ডেশনের সহ-প্রচার সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসাইন ইমরান,কার্যকরী সদস্য কবি নজমুল হক চৌধুরী,মাওলানা আবু মুসা সাফওয়ান,মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ মাওলানা মনসুর আহমদ প্রমুখ।শুরুতে কুরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।
উল্লেখ্য যে, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জ,সিলেট এর দীর্ঘকালীন শিক্ষাসচিব মাওলানা শায়খ আবদুল মতীন দামাতঃ এর নামানুসারে গঠিত শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ‘মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট এর উদ্যোগে ১৪৩৯ হিজরিতে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতি তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। গত বছরও মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের ১৪ জন তরুণ আলেমকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী বলেন,আজকে যাদেরকে সম্মাননা প্রদান করা হল,তাদের দায়-দায়িত্ব আরো অনেকগুন বেড়ে গেল।তারা জাতিকে আলোকিত করবে,কুরআন সুন্নাহর আলো সামাজে প্রস্ফুটিত হবে।তিনি মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন,সিলেট শিক্ষার্থীদের জন্য এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদের মোবারকবাদ জানান।
বিশেষ অতিথি তরুণীদের আইডল,লেখক-গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ তাঁর বক্তব্যে বলেন,ইলমে দ্বীন ও আর মেধা দুটি আল্লাহ তায়ালার বিশেষ দান।যাদের মধ্যে এই গুণাবলী আছে,তারা ময়দানে নিজের এবং সমাজের সাফল্য বয়ে আনতেই হবে।আর যখন কোন মানুষকে সম্মান দেয়া হয়,তখন তার দায়িত্ব আরো দশগুণ বেড়ে যায়।তাই শিক্ষার্থীরা কোনভাবে ইলম অন্বেষণ থেকে বিরত থাকতে পারে না।
সভাপতির বক্তব্যে এডভোকেট হাসান আহমদ ফাউন্ডেশনের দাওয়াতে আগত মেহমান যারা এসেছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যাদের অবিশ্রান্ত মেহনতের ফলে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে,তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।