প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং।
ব্যান্ড দলটি ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি বারী সিদ্দিকীর গানসহ বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশন করে। ভোকালে রাহাত শান্তনু, ভোকাল ও গিটারে আসিফ হায়দার, রিদমে মুসাব্বির হোসেন, বেস গিটারে পায়েল রাব্বি, ড্রামে শামস আরেফিন ও কি-বোর্ডে সামিউল কবির অংশ নেন।
অনুষ্ঠানে এইট নোটস আগামী তিন বছরে তাদের বিভিন্ন কনসার্ট আয়োজনের মাধ্যমে তহবিল সংগ্রহ করে সিডনিতে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার জন্য কমিউনিটির সবার সহযোগিতা চান তারা।
স্থানীয় সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী এইট নোটসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের আগামী যে কোনো কনসার্টে শতকরা ৫০ ভাগ কম মূল্যে কাউন্সিলের হল-ভাড়ার প্রতিশ্রুতি দেন।
সিরাজুল হক ও গামা আব্দুল কাদির এ উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার অঙ্গিকার করেন।