ব্যাচ ৯৭'র সভা সম্পন্ন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৫১, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্যাচ ৯৭’র সভা সম্পন্ন

প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০১৯
ব্যাচ ৯৭’র সভা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া’র প্রাচীনতম বিদ্যাপীঠ নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ৯৭’ ব্যাচ এর সদস্য ফ্রান্স প্রবাসী ও’সময়’ চ্যানেল এর প্রতিনিধি লুৎফুর রহমান বাবু’র আয়োজনে সম্প্রতি স্থানীয় রেস্টুরেন্ট ‘সামী ইয়ামী চাইনিজ বাংলায়’এক পুনর্মিলনী সভা অনুস্টিত হয়। উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭’ ব্যাচের প্রধান সমন্বয়ক ফয়সল মিয়া,আব্দুল কাইয়ুম মিন্টু,জাহেদুল আলম ভুইঞা সুমন,ওবায়েদুল্লাহ সরকার,মাহবুবুর রহমান মান্না,নুরুল ইসলাম ইমন, আব্দুল আলীম,নুরুজ্জামান চৌধুরী রিপন,নারায়ণ চন্দ্র, সোহেল আহমেদ, অপু ও মোঃ সোহেল আহমেদ। সভায় সর্বসসম্মতি ক্রমে ব্যাচের পক্ষ থেকে গরীব মেধাবীদের জন্য একটি ফান্ড গঠন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।