পেছালো এসএসসি’র ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পেছালো এসএসসি’র ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা

প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯
পেছালো এসএসসি’র ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা

ডেস্ক রিপোর্ট :: বিশ্ব ইজতেমার কারণে চলমান এসএসসি ও সমমানের তিনদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো আগামী ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ অনুষ্ঠিত হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী।এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মিলন বিশ্ব ইজতেমা। এবার চার দিন চলবে বিশ্ব ইজতেমা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।