স্টাফ রিপোটার :: নিউজার্সী বিএনপি’র নেতা সদ্য পরলোকগত জনাব তাজুল ইসলামের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গত ১৮ই ফেব্র্যয়ারি সোমবার নিউজার্সীর প্যাটারসনে নিউজার্সি বিএনপির সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্টা কালীন সদস্য মরহুম তাজুল ইসলামের আত্বার মাগফেরাত কামনায় নিউজার্সী বিএনপি পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগে স্থানীয় প্যাটারসন হেল্প সেন্টারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে, উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সৈয়দ জুবায়ের আলী ও সঞ্চালনা করেন প্রস্পেক্টপার্ক সিটির কমিশনার আবুল হোসেন সুরমান । বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্যও ডাক্সুর এজিএস জনাব নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব জিল্লুর রহমান জিল্লু, প্যটারসন সিটির কাউন্সিল্ম্যান শাহীন খালিক, যুক্ত্ররাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, সিটির সাবেক কমিশনার বিএনপি নেতা আলাউর খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুক্ত্ররাষ্ট্র ছাত্রদলের সাবেক সভাপতি ও কেনারটিকা বিএনপির সভাপতি এম এ বাচিত, বিএনপি নেতা অধ্যাপক গো্লাম মোস্তফা চৌধুরী নিপন, বিএনপি নেতা হোসেন পাটান বাচ্ছু, বিএনপি নেতা আবুল কালাম, এছাড়া ও আলোচনায় অংশ গ্রহন করেন , বাংলাদেশী আমেরিকান কাউন্সিলের সভাপতি মোঃ মহসিন সেলিম, কমিউনিটি এক্টিবিষ্ট ওয়েছ চৌধুরী , যুবদল সভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা লুতফুর রহমান, জাকিরুল ইসলাম হিমেল, এবং মাহমুদুন নাবী, এ ছাড়াও মরহুম তাজুল ইসলামের দুই ছেলে এবং আত্বীয় স্বজন উপস্হিত ছিলেন।
সকল বক্তাই মরহুম তাজুল ইসলামের কর্মময় জীবনের ভুয়সী প্রশংসা করেন এবং তার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়, মোনাজাত করেন, হফেজ সৈয়দ খুবায়েব আলী।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।