ডেস্ক রিপোর্ট :: বাংলা লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বেশ কয়েক মাস ধরে অসুস্থ তিনি। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তবে রোগের বাড়াবাড়িতে তাকে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো।
কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস কুদ্দুস আরটিভি অনলাইনকে বলেন, বেশ কয়েকমাস ধরে আব্বা অসুস্থ। ভারত থেকে চিকিৎসা শেষে এই মাসের চার তারিখে দেশে ফিরেছেন। বাড়ি আসার পর হঠাৎ অসুস্থতা বেড়ে যায়। খাদ্যনালী ব্লক হয়ে যাওয়ায় খাবার খেতে পারছেন না। তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে। এজন্য ৭০ লাখ টাকার দরকার।
বয়াতির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন তার ছেলে ইলিয়াস কুদ্দুস। তিনি বাবার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।