একুশের বই মেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৩, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

একুশের বই মেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’

প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০১৯
একুশের বই মেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী লিংকনের ‘সাইকেলে বিশ্বজয়’

নিউইয়র্ক সংবাদদাতা : একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে সাইদুর রহমান লিংকনের লেখা ভ্রমণ বিষয়ক বই ‘সাইকেলে বিশ্বজয়’। বর্ণিল মোড়কে এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এতে সার্ক দেশসমূহ, এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ ত্রিশটির বেশি দেশে ভ্রমনের যে অভিজ্ঞতা তা তুলে এনেছেন লিংকন।

সাইদুর রহমান লিংকন দেশ বিদেশে লিংকন সাইকেলওয়ালা নামেই পরিচিত। জন্ম মুন্সীগঞ্জের জমিদার বাড়ির নানা বাড়িতে। বেড়ে ওঠা কেরানীগঞ্জের হাসনাবাদে। পড়ালেখা করেছেন ঢাকা মুসলিম হাইস্কুল, সরকারি কবি নজরুল কলেজ ও মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে।

১৯৮৯ সালে প্রথম ইচ্ছা জাগে বিশ্বভ্রমনের। শুরু করেন সার্কভুক্ত দেশগুলো দিয়ে। এরপর হংকং, চীন, ম্যাকাও, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভ্রমন করেন। এরই মধ্যে ঢাকায় যুব পর্যটন ক্লাবের আহব্বায়ক নির্বাচিত হন তিনি। উল্লেখিত দেশগুলো ভ্রমনের পর তার স্বপ্ন জাগে সাইকেলে বিশ্ব ভ্রমনের। বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি, ইতিহাস তুলে ধরাই ছিলো যার মূল উদ্দেশ্য। ১৯৯৬ সালে সবাইকে তাক লাগিয়ে বিশ্ব ভ্রমনে বের হন সাইকেল নিয়ে। এশিয়া ও ইউরোপের প্রায় ৩০টির বেশি দেশ ভ্রমন শেষে তিথু হন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক তিনি। স্ত্রী শারমিন তানিয়া একজন সঙ্গীত শিল্পী।

বর্তমানে নিউইয়র্কে একাধিক ব্যবসা পরিচালনার পাশাপাশি জড়িত রয়েছেন একাধিক সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে। প্রথমে জড়িত হন নাট্য সংগঠন ঢাকা ড্রামার সঙ্গে। পরে সদস্য হন আবৃত্তি সংগঠন শব্দ’র। সম্প্রতিকালে একদল তরুন সংস্কৃতি ও সমাজকর্মী নিয়ে গড়ে তুলেছেন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’। উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা। সে লক্ষ্য নিয়েই ব্যস্ত দিন কাটাচ্ছেন আপাদমস্তক দেশপ্রেমিক এই প্রবাসী বাঙালি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।