আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় পাকিস্তানের ড্রোনটি গুজরাটের কুচ সীমান্তে প্রবেশ করে। পরে ভারতীয় সেনাবাহিনী সেটিকে গুলি করে ভূপাতিত করে।
এর আগে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পাক নিয়ন্ত্রিত কাশ্মিরের বালাকোট, চাকোটি ও মুজাফফরাবাদ সীমান্তে ভারতীয় সেনাবাহিনী জইশ-ই-মোহাম্মাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তান একে সীমান্ত চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে যেকোনো সময় ভারতের যেকোনো স্থানে হামলার হুঁশিয়ারি দিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেনাবহরে হামলা চালায় জইশ-ই-মোহাম্মাদ। এতে ৪৯ ভারতীয় সেনা নিহত ও ৪১ জন আহত হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, মঙ্গলবারের হামলার পর পাকিস্তানও হামলা করতে পারে এমন আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনাবাহিনী।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।