বাবার মতই দুই নায়িকা বেছে নিলেন ছেলে
১১ মার্চ ২০১৯, ০৩:১৩ পূর্বাহ্ণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক :: দক্ষিণের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা সত্যরাজ। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। শেষ তাকে দেখা যায় ‘সত্য’ নামের একটি অ্যাকশন থ্রিলার সিনেমায়। ওই সিনেমায় সত্যরাজের বিপরীতে অভিনয় করেছিলেন রিমা এবং ভারালক্ষ্মী। মজার ব্যপার হলো এবার বাবার দেখানো সেই পথ ধরেই হাঁটতে চলেছে সত্যরাজের ছেলে শিবরাজ।
নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন শিবরাজ। নাম ঠিক না হওয়া এই ছবিটি নির্মাণ করবেন কমলা কানন। আর এই ছবিটির জন্য বাবার মতই দুই নায়িকা বেছে নিয়েছেন শিবরাজ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অতুলা ও কাদাল কান কাট্টুডি।
শিবরাজ জানালেন, তার নতুন ছবিটি হবে একটি তেলেগু ছবির রিমেক। বাবা সত্যরাজ দুই নায়িকাকে নিয়ে করা ‘সত্য’ ছবিটি সুপার হিট হয়েছিল। এই কারণেই নাকি তিনিও তার ছবিতে রাখছেন দুই আবেদনময়ী নায়িকা।
এদিকে ইন্ডাস্ট্রিতে বেশ খেলুড়ে বলেই পরিচিত শিবরাজ। এখন শুধু দেখার পালা বাবার পথ ধরে হেঁটে ছেলে কতটা সফল হয়!