ডেস্ক রিপোর্ট :: ইয়েমেনের বিদ্রোহী সংগঠন আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চায় না ইয়েমেন যুদ্ধের অবসান ঘটুক, কারণ এই যুদ্ধ তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে।
তিনি আরও বলেছেন, এ দুটি দেশ অস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করছে। এ কারণে তারা ভবিষ্যতেও ইয়েমেনে যুদ্ধ থামাতে চাইবে না।
আল-বাখিতি বলেন, এই যুদ্ধের মাধ্যমে ওই দুটি দেশ অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি ইয়েমেন যুদ্ধকে তারা ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ওপর আঘাত হানার চেষ্টা করছে। এ কারণে ইয়েমেন যুদ্ধ জিইয়ে রেখে পক্ষান্তরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলকে রক্ষার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের এসব অশুভ লক্ষ্য পুরণ হবে না বলে তিনি জানান। আল বাখিতি বলেন, ইয়েমেনের সাহসী জনগণ একতা ও সহমর্মিতার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হবে।
২০১৫ সাল থেকে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। আর এতে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পাশ্চাত্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ। পারসটুডে