ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোন ধরণের উশৃঙ্খলতা-অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটে শেষ হয়েছে ২য় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন। সিলেট ও মৌলভীবাজারে ১৯টি উপজেলায় ভোট গণনা চলছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে।
সিলেট জেলার উপজেলাগুলো হচ্ছে- সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। মৌলভীবাজার জেলার উপজেলাগুলো হচ্ছে- মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট ও মৌলভীবাজারের ১৯ টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ ৯১ হাজার ২২১ ভোটার ১৩৩৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৯০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন। মোট ভোটকেন্দ্র ৮১৫টি। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৬৪ জন ও ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন হলেন মহিলা ভোটার। ৫ পৌরসভা আর ৬৭ ইউনিয়নের এ জেলায় ভোট কেন্দ্র ৫১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩ হাজার ৭৬ টি ও অস্থায়ী ভোটকক্ষ ৩১৭টি।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সিলেটে শেষ হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম।
ভোটগ্রহণ শেষে এখন গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা আগ্রহ নিয়ে ফলাফল জানার অপেক্ষায় আছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।