আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : আইনমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৫৭, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : আইনমন্ত্রী

প্রকাশিত মার্চ ২৫, ২০১৯
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: আন্দোলন করে নয়, একমাত্র আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে রাজশাহী আদালত চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, যা বিএনপি কখনই পারেনি। আর এখন দেশে প্রতিহিংসার রাজনীতি হয় না।

এর আগে আইনমন্ত্রী রাজশাহী আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় আইনজীবীদের দাবির প্রেক্ষিতে ভবন নির্মাণে বরাদ্দ পাওয়া মাত্রই তিন কোটি টাকা দেয়াসহ বার ভবনে গ্রন্থাগার স্থাপনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ১৫ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।