জামালপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:০০, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জামালপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত মার্চ ২৫, ২০১৯
জামালপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন

ডেস্ক রিপোর্ট :: ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জামালপুরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত শহীদদের স্মরণ করে সোমবার রাতে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

মোমবাতি প্রজ্বলন করে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।