রোববার নেপাল যাচ্ছে আবাহনী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রোববার নেপাল যাচ্ছে আবাহনী

ADMIN, USA
প্রকাশিত মার্চ ২৭, ২০১৯
রোববার নেপাল যাচ্ছে আবাহনী

আবাহনী ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য হলেও আন্তর্জাতিক আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টগুলোয় প্রায় নিয়মিত অংশ নিয়েও গ্রুপ পর্ব টপকাতে পারছে না আকাশী-হলুদরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ বারের চ্যাম্পিয়ন দলটি ৩ এপ্রিল শুরু করছে এএফসি কাপের আরেকটি মিশন।

 

নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে আবাহনীর প্রথম ম্যাচ ওই দিন। খেলা হবে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে। ম্যাচটি খেলতে আবাহনী নেপাল যাবে রোববার সকালে। আবাহনী ও মানাং মার্সিয়াংদি ক্লাবের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায়।

 

‘ই’ গ্রুপে আবাহনীর অন্য দুই প্রতিপক্ষ-ভারতের মিনারভা পাঞ্জাব ও চেন্নাই এফসি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ ম্যাচ খেলবে আবাহনী। বাংলাদেশের জায়ান্টদের দ্বিতীয় ম্যাচ ১৭ এপ্রিল ঢাকায় ভারতের মিনারভা পাঞ্জাবের সঙ্গে। তৃতীয় ম্যাচ ৩০ এপ্রিল চেন্নাইয়ে।

 

১৫ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচটি ঢাকায়। নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের সঙ্গে আবাহনীর হোম ম্যাচ ১৯ জুন। ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচ আবাহনীর। প্রতিপক্ষ মিনারভা পাঞ্জাব। খেলা হবে পাঞ্জাবের মাঠে।

 

এএফসি কাপে আবাহনীর ম্যাচগুলো

 

৩ এপ্রিল : মানাং মার্সিয়াংদি-আবাহনী

১৭ এপ্রিল : আবাহনী-মিনারভা পাঞ্জাব

৩০ এপ্রিল: চেন্নাই এফসি-আবাহনী

১৫ মে : আবাহনী-চেন্নাই এফসি

১৯ জুন : আবাহনী-মানাং মার্সিয়াংদি

২৬ জুন : মিনারভা পাঞ্জাব-আবাহনী

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।