ইতালিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪৫, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত মার্চ ২৮, ২০১৯
ইতালিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Manual3 Ad Code

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৪৮তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

বিকেলে প্রবাসী বাংলাদেশি-অধ্যুষিত তুস্কলানা এলাকা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

 

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তিনি বলেন, ‘বাঙালিরা তদানিন্তন পাকিস্তানের অধীনে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে বৈষম্যের শিকার ছিলেন। এই বৈষম্য থেকে বাঙালি জাতিকে মুক্তি প্রদানের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের মাধ্যমে আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code