ডেস্ক রিপোর্ট :: বগুড়ার আদমদীঘিতে ঘর পেলেন ৪০ ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করে সুবিধাভোগী পরিবারকে চাবি হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর উপলক্ষে চাঁপাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হকের সভাপতিত্বে গুচ্ছগ্রাম চত্বরে এক আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও সাদেকুর রহমান।
আরো বক্তব্য রাখেন, ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সহকারী প্রকৌশলী আবু হেলাল, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোতাহার হোসেনসহ প্রমুখ।