শনিবার জামালপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শনিবার জামালপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত এপ্রিল ৪, ২০১৯
শনিবার জামালপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: তদন্ত কেন্দ্র ও নৌ-থানা ভবন উদ্বোধন করতে আগামী শনিবার জামালপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নৌ-থানার ওসি আ. হান্নান বলেন, শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সকাল ১১টায় দেওয়ানগঞ্জে পৌঁছে ১১টা ২০ মিনিটে নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুপুর আড়াইটায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে জেলা পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামী লীগ, দেওয়ানগঞ্জ পৌরসভা ও বিভিন্ন পেশাজীবীসহ অনুষ্ঠান সফল করার লক্ষে উদ্যোগ নিয়েছেন। জনসভাকে ঘিরে দেওয়ানগঞ্জে চলছে আনন্দ উল্লাস।

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

অপরদিকে একই দিন মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউপি বাংলাদেশ পুলিশের নবনির্মিত শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাদারগঞ্জ সফর সফল করার জন্য দলের সবস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।