ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবসের র‍্যালি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১২, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবসের র‍্যালি

প্রকাশিত এপ্রিল ৬, ২০১৯
ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবসের র‍্যালি

ডেস্ক রিপোর্ট :: ঠাকুরগাঁওয়ে শনিবার দুপুরে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সালন্দর উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি কাবাডি খেলা হয়। খেলায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে সালন্দ উচ্চ বিদ্যালয় পরাজিত করে।

পরে খেলােয়ারদের মাঝে প্রীতি উপহার তুলে দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের এসপি মো. মনিরুজ্জামান, এডিসি আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রীতি গাংগুলি, আওয়ামী লীগ নেত্রী আয়শা সিদ্দিকা তুলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, মাসুদ রানাসহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।