ডেস্ক রিপোর্ট :: মাগুরায় রোভা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হত-দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।
উপজেলার ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ডিসি আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রঞ্জিত কুমার মজুমদার, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, গোলাম কুদ্দুস, শিক্ষার্থী মোনাসিলা প্রমুখ।
এ সময় জেলার চারটি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।