ইকো পার্কে ঠাঁই পেল মেছো বাঘটি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫৯, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইকো পার্কে ঠাঁই পেল মেছো বাঘটি

প্রকাশিত মে ১১, ২০১৯
ইকো পার্কে ঠাঁই পেল মেছো বাঘটি

ডেস্ক রিপোর্ট :: সিলেটের টিলা গড় ইকো পার্কে ঠাঁই পেল সুনামগঞ্জের টাংগুয়ার হাওর থেকে উদ্ধার হওয়া মেছো বাঘ শাবকটি।

শনিবার দুপুরে তাহিরপুরের ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর বাঘটিকে ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বীরেন্দ্র কিশোর জানান, টাংগুয়ার হাওরে বন্যপ্রাণী সংরক্ষণ সুবিধা না থাকায় বাঘটিকে টিলাগড় ইকো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাই এর তদারকি করবে।

বীরেন্দ্র কিশোর আরো জানান, ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢলে মেছো বাঘটি টাংগুয়ার হাওরে ভেসে এসেছে। শুক্রবার দুপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বাঘটিকে আটক করে তাহিরপুরের পাঠাবুকা গ্রামের জেলেরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।