দালাল ছাড়াই ধান বিক্রি করলেন কৃষকরা

Daily Ajker Sylhet

২০ মে ২০১৯, ১২:৪৪ অপরাহ্ণ


দালাল ছাড়াই ধান বিক্রি করলেন কৃষকরা

ডেস্ক রিপোর্ট :: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দালাল ছাড়াই ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা।

সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও জি এম সরফরাজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব চাকমা, উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. এমাদুল হক, কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমুখ।

উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. এমাদুল হক জানান, এ মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একশ কৃষকের কাছ থেকে ৪৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক কমপক্ষে এক মণ, সর্বোচ্চ তিন মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন।

উপজেলার বেতমোর গ্রামের কৃষক মো. বশির হাওলাদার বলেন, দালাল ছাড়াই ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পেরে ভাল লাগছে। সরকার এ উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।