কুমিল্লায় ডাম্পিংয়ে ৭৩ যানবাহন
২০ মে ২০১৯, ১২:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কুমিল্লার উদ্যোগে ৭৩ অবৈধ যানবাহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯ অটোরিকশা ও ২৪ মাইক্রোবাস রয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানে মহাসড়কে চলাচলরত ৪৯টি অটোরিকশা ২৪ টি মাইক্রোবাস আটক করা হয়। গাড়িগুলোর ক্রুটি থাকায় এগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লার মোটরযান পরিদর্শক আবদুল বারি, বিআরটিএ কুমিল্লার রাজস্ব কর্মকর্তা আবদুল আওয়ালসহ । পুলিশ ও আনসার সদস্যরা।