ভেজাল জুস উৎপাদন, ড্রাগন ফুড সিলগালা

Daily Ajker Sylhet

২০ মে ২০১৯, ১২:৫৬ অপরাহ্ণ


ভেজাল জুস উৎপাদন, ড্রাগন ফুড সিলগালা

ডেস্ক রিপোর্ট :: বগুড়ার বিসিক এলাকায় সোমবার বিকালে নকল ও ভেজাল জুস উৎপাদন করায় ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় কারখানার মালিককে আটক করা যায়নি। তবে এ সময় দুই লাখ টাকার নকল ও ভেজাল জুস ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজের মালিক সেলিম রেজা অনুমোদন ছাড়াই একটি স্বনামধন্য কোম্পানির বোতল ও লোগো ব্যবহার করে জুস উৎপাদন ও বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করে কোম্পানিটি সিলগালা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।