‘সরকার কৃষকদের কষ্ট কমিয়েছে’
২০ মে ২০১৯, ০১:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :: দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, সরকার কৃষকদের ন্যায্য মুল্য দিয়েছে। কৃষকদের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করছে। এ সরকারের আমলে সার, কীটনাশকসহ সব ধরনের কৃষি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকদের কষ্ট অনেক কমেছে।
সোমবার বিকেলে কাহারোল সরকারি খাদ্য গুদাম চত্বরে বোরো চাল, ধান, গম সংগ্রহ অভিযানের উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
এমপি মনোরঞ্জনশীল গোপাল বলেন, চলতি মৌসুমে কাহারোল সরকারি খাদ্য গুদামে দুই হাজার মেট্রিকটন চাল, ১৬১ মেট্রিকটন ধান, ৮৩ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. সাকিল আহমেদ, আমবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল।