ডেস্ক রিপোর্ট :: শেরপুরের নকলায় “নকলা অসহায় সহায়তা সংস্থা” নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন৷
সোমবার উপজেলার জালালপুর এলাকার কৃষক খোকা মিয়ার ৬০ শতাংশ জমির বোরো ধান কেটে দেন সংস্থার সভাপতি শামীম আহমেদ, সদস্য সৈনিক, সজীব, উজ্জল, মিলন, আবির, জহুরুল, সাগর, আর-রহমান, আকিদুল, আশিক, আসিফ ও সৌরভসহ অন্যান্যরা।
শামীম আহমেদ বলেন, এবার শ্রমিক সংকট থাকায় এবং ধানের দাম কম হওয়ায় কৃষকরা ধান কাটতে পারছেন না। তাই আমরা প্রতিদিন অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিচ্ছি।
কৃষক খোকা মিয়া জানান, শ্রমিক সংকট থাকায় শ্রমিক পাচ্ছিলাম না। তাই খুব চিন্তিত ছিলাম। “নকলা অসহায় সহায়তা সংস্থা” আমার ৬০ শতাংশ জমির ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হলো।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।