সংবাদদাতা রংপুর :: রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম বলেছেন, রংপুর বিভাগ উন্নয়নে অনেকটা পিছিয়ে আছে। সবাই মিলে আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে উন্নয়ন তরান্বিত হবে।
সোমবার দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সবাই সহযোগিতা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব হবে।
কে.এম তারিকুল ইসলাম বলেন, রংপুর কৃষি প্রধান এলাকা। এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে পারলে উন্নয়ন তরান্বিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুরের ডিসি এনামুল হাবিব, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর আওয়ামীগের সভাপতি সফিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সরোয়ার চৌধুরী টিটু, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম পিয়াল, ডেইলি বাংলাদেশের রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।