সংবাদদাতা ময়মনসিংহ :: সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন-সভা হয়েছে।
সোমবার দুপুরে বকশীগঞ্জ প্রেস ক্লাব ও ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা হয়।
বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক গণজয় সম্পাদক এম.শাহীন আল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরওয়ার জামান রতন, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব বকশীগঞ্জ শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব মেলান্দহ শাখার সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, বিল্লাল হোসেন মন্ডল, উৎপল মহন্ত, মতিন রহমান, এম.এ ছালাম মাহমুদ, ডা.মুকুল মিয়া লিটন, সুলতানুল আরেফীন আদিত্য ও আলমাছ আলী প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।