ম্যানচেষ্টারে এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৭, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ম্যানচেষ্টারে এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রকাশিত জুন ২৭, ২০১৯
ম্যানচেষ্টারে এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

মাহী মাসুম (বিশেষ প্রতিনিধি,নর্থ ইংল্যান্ড) ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা এশিয়ান কমিউনিটির বিভিন্ন রেষ্টুরেন্ট ব্যবসায়ী,সেলিব্রেটি শেফ,মুলধারার রাজনীতিবিদ,স্থানীয় মেয়র কাউন্সিলরসহ কমিউনিটির নানা স্থরের মানুষের উপস্থিতিতে ঝাকঝমকভাবে ম্যানচেষ্টারের হিলটন হোটেলে ২৩শে জুন অনুষ্ঠিত হয়েছে এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড ২০১৯। পুরো যুক্তরাজ্যের এশিয়ান কমিউনিটির সহ¯্রাধিক রেষ্টুরেন্ট থেকে অভিজ্ঞ বিচারকমন্ডলীর দ্বারা নির্বাচিত কারি শিল্পকে বিকশিত করতে নানাভাবে কাজ করা সফল রেষ্টুরেন্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এই এওয়ার্ড প্রদান করা হয়। এশিয়ান কমিউনিটির জনপ্রিয় কমেডিয়ান মানি লিয়াকত ও বিবিসির উপস্থাপিকা সামান্তার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড ২০১৯ এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ডের উদ্যোক্তা ইয়াওর খান। এসময় তিনি এ্যাওয়ার্ড বিজয়ীরা ক্বারি শিল্পে লাভবান হওয়ার পাশাপাশি নবউদ্যোমে রেষ্টুরেন্ট পরিচালনায় উদ্ভুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন।

কন্ঠশিল্পী রুবাইয়াত ও রাজা কাশিফ প্রাচ্য পাশ্চাত্যের আদলে পরিবেশিত বিশেষ সঙ্গীত ও নৃত্যের ফাঁকে ফাঁকে বিভিন্ন রেষ্টুরেন্ট ও উদ্যোক্তাদের প্রদান করা হয় এশিয়ান রেষ্টুরেন্ট এ্যাওয়ার্ড ২০১৯। নর্থ ইংল্যান্ড জোনে সেরা রেষ্টুরেন্টের পুরস্কার লাভ করে আদনান রেষ্টুরেন্ট। এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান তাঁর প্রতিষ্টানের এই সম্মাননা প্রাপ্তিতে বাংলা কাগজকে বলেন,এধরনের সম্মাননায় ক্বারী শিল্পের বর্তমান সংকটকালে নতুন প্রজন্মসহ অনেককেই এই শিল্পে আগ্রহী করার পাশাপাশি ব্যবসায়ীকভাবেও লাভবান হওয়া সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যোগ দেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র আবেদ লতিফ চৌহান,কাউন্সিলর আহমেদ আলী,সৈয়দ আহমেদ আলী খসরু, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ,আব্দুল হান্নান,ওয়েস কামালী, শেখ জাফর আহমেদসহ কমিউনিটির নানা শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।