ম্যানচেষ্টার ডে উদযাপন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৮, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ম্যানচেষ্টার ডে উদযাপন

প্রকাশিত জুন ২৭, ২০১৯
ম্যানচেষ্টার ডে উদযাপন

মাহী মাসুম (বিশেষ প্রতিনিধি,নর্থ ইংল্যান্ড) ঃ বর্ণাঢ্য নানা আয়োজনে ২৩ জুন ম্যানচেষ্টারে পালিত হলো ঐতিহ্যবাহী ম্যানচেষ্টার ডে। বর্ণালী সাজে হাজারো কলা কুসলীদের সাথে শোভাযাত্রাসহ শহর ঘুরে নিয়ে নেচে গেয়ে এদিনটি উদযাপন করলো নর্থ ইংল্যান্ডবাসী। নর্থ ইংল্যান্ডবাসীরা ঘটা করে ম্যানচেষ্টার ডে উদযাপন করে ফিবছর জুন মাসে। চলতি বছর ম্যানচেষ্টার ডে শোভাযাত্রার নেতৃত্ব দেন গ্রেটার ম্যানচেষ্টারের মেয়র এন্ডি বারহাম, ম্যানচেষ্টার লর্ড মেয়র আবেদ চৌহান,আফজাল খান এমপি এবং কালচার ও লেজার এক্সিকিউটিভ মেম্বার লুৎফর রহমান। ম্যানচেষ্টার ডের শোভাযাত্রায় যুক্তরাজ্যসহ এশিয়ান কমিউনিটি এবং অন্যান্য মাল্টিকালচারাল কমিউনিটির নানা ঐতিহ্য-ইতিহাসকে নানাভাবে উপস্থাপন করা হয়। তবে এতে এশিয়ান কমিউনিটির আধিপত্য ছিলো উল্লেখযোগ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।