
মাহী মাসুম (বিশেষ প্রতিনিধি,নর্থ ইংল্যান্ড) ঃ ইসলামের শান্তির পথে চলা ও পবিত্রতা রক্ষার সাথে সাথে ত্যাগের মহিমার উৎকৃষ্ঠ উদাহরণ হিসেবে সদগায়ে জারিয়ার উপর গুরুত্বারোপ করে ম্যানচেষ্টারে অনুষ্ঠিত হয়েছে আল ঈমান এডুকেশন ট্রাষ্ট এর এক ইসলামীক আলোচনা সভা। কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৪ জুন ম্যানচেষ্টার লংসাইডের একটি হলে এই ইসলামীক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ মাওলানা ইসলাম উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে যোগ দেন শেখ জাহির মোহাম্মদ। নাসিদ পরিবেশন করেন হাফিজ মিজান,মাওলানা কামাল উদ্দিন,ঈশান তাহমিদ ইসলামী, আর চ্যারিটি অনুষ্টান পরিচালনা করেন সৈয়দ আহমেদ। অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার লুৎফর রহমান, ইউর ইউকে ফার্মা পরিচালক খালিদ আহমেদ,ম্যানচেষ্টার মিতালী গ্রুপের সভাপতি কামাল আহমেদ,সেলিম আহমেদ কামালী, হাফিদ মতিন, সাহাব উদ্দিন, ডক্টর খলিল চৌধুরী, শাহজাহান আহমেদ প্রমূখ। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও মান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।