আহমেদ কাবির ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ৩৩ টি বাংলাদেশী জুটির অংশগ্রহণে বার্মিংহামের ওয়ালসে অনুষ্ঠিত হয়েছে দ্বৈত কেরাম প্রতিযোগিতা ২০১৯। বাংলাদেশী তরুনদের সংগঠন ওয়ালসল স্পোর্টিং ক্লাবের সার্বিক ততা¡বধানে ও গ্লোবাল ফুডস লিমিটেডের উদ্যোগে গত ৪ জুলাই ওয়ালসলের একটি কমিউনিটি হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে গ্রুপভিত্তিতে দিনব্যাপি অনুষ্ঠিত দ্বৈত কেরাম প্রতিযোগিতা ২০১৯ এ চ্যম্পিয়ন হবার গৌরব অর্জন করেন লন্ডনের লিপু ও বাদল জুটি। আর রানার্স আপও হোন লন্ডনের বারেক ও রাশেদ জুটি এবং তৃতীযয় স্থান অধিকার করেন লুটনের এনাম ও মুন্না জুটি। প্রতিযোগিতা শেষে ওয়ালসল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদের পরিচালনায় এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এই আয়োজন নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারীত তুলে ধরেন ওয়ালসল স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্লোবাল ফুডস লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ্ব ছুরুক মিয়া। আর বিশেষ অতিথি ছিলেন দ্য গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্স মিডল্যান্ডসের চেয়ারম্যান ইমাম উদ্দিন। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রুহেল মিয়া ও কমিউনিটি নেতা আবুল হোসেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।