লালাবাজার এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে বার্মিংহামে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৫, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

লালাবাজার এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে বার্মিংহামে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা

প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯
লালাবাজার এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে বার্মিংহামে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা

আহমেদ কাবির ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা – ২০১৯। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে লালাবাজার এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর বার্মিংহামের পেরীবারের ডাগ ইলিস স্পোর্টস সেন্টারে এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত দিনব্যাপি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘এ‘ এবং ‘বি‘ এই দু‘গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬০টি দল অংশগ্রহণ করে। ‘এ‘ গ্রুপে লন্ডনের কুদ্দুছ ও শাহজাহান জুটি চ্যম্পিয়ন,রাগবির জামিল ও ফজলু জুটি রানার্স আপ আর লেষ্টারের আমির ও শাহেদ জুটি তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া বি গ্রুপে বার্মিংহামের রাসেল ও জুয়েল জুটি চ্যম্পিয়ন,বার্মিংহামের আষ্টনের ফয়ছল ও বুলবুল জুটি রানার্স আপ আর তৃতীয় স্থান অধিকার করেন জানু ও মুদত জুটি। খেলাশেষে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্টের উপদেষ্টা নেছাওর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক খান রুমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুস সুফিয়ান চৌধুরী। প্রতিযোগিতায় অংশ নেওয়া চ্যািম্পয়ন রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীদের ছাড়াও অংশগ্রহনকারী দলগুলোকে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেডেল ও বিশেষ পুরস্কার তুলে দেন লালাবাজার এডুকেশন ট্রাষ্টের উপদেষ্টা আব্দুল আজিজ,ইকবাল আহমেদ,সাবেক সভাপতি মামুনুল হক সাজু,আশিক মিয়া,সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি কামরান আহমেদ সিকন্দরী,কমিউনিটি নেতা মাখন মিয়া,উপদেষ্টা সৈয়দ শামসুল হুদা,শাহেদুর রহমান ও ট্রাষ্টি মিজানুর রহমান,ফয়ছল আহমেদ,আব্দুল গণি জিলু মিয়া,সিরাজুল ইসলাম,আব্দুল তাহিদ ও কয়েছ আহমেদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।