৪০০ কোটি ছাড়াল ‘ওয়ার’

Daily Ajker Sylhet

১৭ অক্টো ২০১৯, ০১:১১ পূর্বাহ্ণ


৪০০ কোটি ছাড়াল ‘ওয়ার’

হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত ওয়ার সিনেমার বক্স অফিসে জয়রথ চলছেই।

চলতি বছরের অন্যতম আলোচিত এই সিনেমা গত ২ অক্টোবর মুক্তি পায়। প্রথম দিনেই আয় করে রেকর্ড ৫১.৬০ কোটি রুপি। পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড গড়ে। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত শুধু বলিউড বক্স অফিসে ওয়ার সিনেমার আয় ২৭১.৬৫ কোটি রুপি। পাশাপাশি অন্যান্য বক্স অফিস মিলিয়ে শুধু ভারতে আয় ৩৩৪.০৫ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বক্স অফিসে ৭৯.৮০ কোটি রুপি আয় করেছে ওয়ার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৩.৬২ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ৪.০৬ মিলিয়ন ও যুক্তরাজ্যে ৭২৯ হাজার মার্কিন ডলার আয় করেছে। সব মিলিয়ে ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৪১৩.৮৫ কোটি রুপি।

এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের চতুর্থ সর্বোচ্চ আয়ের সিনেমা ওয়ার। খুব শিগগির সবচেয়ে বেশি আয়ের বলিউড সিনেমার তালিকায় শীর্ষ দশে স্থান পাবে। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি।

ওয়ার পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন হৃতিক-টাইগার। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।