সিলেটে বাক-শ্রবন প্রতিবন্ধীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা
২৫ অক্টো ২০১৯, ১২:৪৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ ::
সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার উদ্যোগে সিলেটে বাক-শ্রবন প্রতিবন্ধীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে সিলেট নগরীর কুমার পাড়াস্হ বেসরকারী খেলার মাঠ GoaL এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী ক্লাব বনাম ঢাকা বাক-শ্রবন প্রতিবন্ধী ক্লাবের মধ্যকার অনুষ্টিত মিনি ফুটবল খেলায় সিলেট দলকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে ঢাকা দল বিজয়ী হয়।
সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)’র সিলেটের ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বধির সংস্হা ঢাকার সভাপতি সাজ্জাদ হোসেন,বাংলাদেশ Deaf কমিউনিটি ক্লাবের CEO মঞ্জুর ইকবাল বাবু,যুক্তরাজ্য প্রবাসী ও সমাজ সেবক মাহতাব উদ্দিন, কানাডা প্রবাসী বধির মোহাম্মদ নাসির উ্দ্দিন খান,সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সাঈম খাঁন,সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্হার সাধারন সম্পাদক মোঃ আজিম উদ্দিন,সদস্য রাসেল আহমদ।অনুষঠানে বিজয়ী ঢাকা বধির ফুটবল দল ও সিলেট বধির ফুটবল দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষঠানের প্রধান অতিথি বধিরদের এ ধরনের আয়োজনে সন্তুষ প্রকাশ করে তাদের যেকোন প্রয়োজনে সহযোগীতার আশ্বাস প্রধান করেন। পাশাপাশি বধির প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।