ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯
ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য চালক ও সংশ্লিষ্টদের আরো অধিক প্রশিক্ষণ দিতে হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজার ৩৪ তম গভর্নিং বোর্ডের সভার শুরুতে তিনি একথা বলেন।

 

প্রধানমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।