ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ৯ জনের লাশ বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ আর ৪ জন নারী রয়েছে। বাকি ৬ জনের লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। এরমধ্যে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি লাশ রয়েছে। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষের দুটি লাশ রয়েছে। আর কুমিল্লা জেলা সদর হাসপাতালে রয়েছে একজন পুরুষের লাশ।
তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি। নিহতদের সকলেই উদয়নের যাত্রী বলে ধারণা করছে উদ্ধারকারি সংস্থাগুলো।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।