ব্রন্সকে নিউইয়র্কের আদর্শ কমিউনিটি হিসেবে গড়তে হাসান আলীর পরামর্শ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩০, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রন্সকে নিউইয়র্কের আদর্শ কমিউনিটি হিসেবে গড়তে হাসান আলীর পরামর্শ

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯
ব্রন্সকে নিউইয়র্কের আদর্শ কমিউনিটি হিসেবে গড়তে হাসান আলীর পরামর্শ

আমি হাসান আলী ১৯৯৭ সাল থেকে আমার পরিবার আমেরিকায় আসার পর ব্রন্সে বসবাস করিতেছি ৷আমি ৩৭ বছর পূর্বে ১৯৮২ সালে আমেরিকার নিউইয়র্কে নোঙর ফেলি ৷প্রথমে মানহাটনে ছিলাম ৷ ১৯৮৯ সালে মেয়র ডিনকিন্সের ইলেকশনের সময়ে ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত ৷ ১৯৯২ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কনভেনশন কমিটির সদস্য ছিলাম ৷১৯৯৩ সালে ২০ জানুয়ারী প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শপথ অনুষ্ঠানে যোগদান করি ৷ ১৯৯২সালের ২১ ফেব্রুয়ারী প্রেসিডেন্ট সিনিয়র বুশের সময় মুসলমানদের অধিকার আদায়ে হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগদান ৷জাতিসংঘের এজিও প্রতিনিধি নিযুক্ত(১৯৯২-১৯৯৬) সালে ৷২০০২ সালে ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত মেম্বার (২০০২-বর্তমানে) ৷আমার স্ত্রী হাফসা বেগম ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত মেম্বার(২০১২-বর্তমানে)সালে ৷নিউইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড মেম্বার (২০০৩—২০০৭ সাল)৷ব্রন্সের বাংলাদেশী আমেরিকান কমিউনিটির জন্য ফেডারেল ফান্ডে এক কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠায় কংগ্রেসম্যান এড্রিয়ানো ইসপাইলাতে সাথে কাজ করে যাচ্ছি ৷ বাংলাদেশী আমেরিকানদের জন্য সিটি,স্টেট ও ফেডারেল জব ও ব্যবসায়ের কন্ঠাক্ট পাওয়ার জন্য কংগ্রেসম্যানের সাথে কাজ করচ্ছি ৷ বাংলাদেশী আমেরিকানদের নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনারের সাথে ও নির্বাচিত আইন প্রনেতাদের সহায়তা নিয়ে অগ্রসর হচ্ছি ৷ অন্যদিকে ব্রন্সের (Bronx) জনসংখ্যা ১৪ লক্ষ ,হিস্পানিক ৫৪%, কালো ৩১%,সাদা ১১%, এশিয়ান ৪% ৷ ব্রন্সের ১৪ লক্ষ জনগণের জন্য বাংলাদেশী প্রডাক্টের বিরাট মার্কেট , বন্সবাসীর চাহিদামত নিত্য প্রয়োজনীয় পণ্য সহ ফার্নিসার, জুতা, ঔষধ ও ওয়ালটনের ফ্রিজ আমদানী করলে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান ও বৈদেশিক মূদ্রার রিজার্ভ বাড়বে ৷এখন থেকে প্রতিটি মসজিদ এলাকায় বাংলাদেশী পণ্যের মার্কেট গড়ে তুলতে হবে ৷ এই বিষয়ে ব্যবসায়ী জনাব গিয়াস উদ্দিন ও জনাব কাওছারুজ্জামান সাহেবকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি ৷ আমার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও মেধাবী বন্ধুদের সহায়তা নিয়ে অগ্রসর হব ইনশাআল্লাহ ৷বিশেষ করে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ এন মজুমদার সাহেব তাহার সংগঠনের ট্রাষ্ট্রি বোর্ডের মেম্বার নিযুক্ত করায় তাহাকে মোবারকবাদ জানাই ৷ আমরা সন্মিলিতভাবে কাজ করব ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।