ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি পূরণে বোর্ড বেশ সচেষ্ট। জাতীয় লিগে দ্রুততম সময়ের মধ্যে ম্যাচ ফি ও অন্যান্য ভাতা বাড়ানোর পর বিপিএলের শীর্ষ দুই ক্যাটাগরির পারিশ্রমিকও বাড়ানো হয়েছে।
বিপিএল প্লেয়ার্স ড্রাফট। ফাইল ছবি
আগামী ১৭ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে ৬টি গ্রেডে মোট ২০৯ জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন। গত বছর ড্রাফটে থাকা দেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ১৮৫।
‘এ প্লাস’ ও ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের ভিত্তিমূল্যের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে। গত আসরে ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ছিল ৪০ থেকে ৬৫ লাখ টাকা। এবার তা হয়েছে ৪০ লাখ থেকে ৭৫ লাখ টাকা। এছাড়া ‘এ’ গ্রেডের ভিত্তিমূল্য ২৫ লাখ থেকে বেড়ে ৩৫ লাখ টাকা হয়েছে।
ড্রাফটের ক্যাটাগরিতে উন্নতির দিক থেকে মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম ‘বি’ গ্রেড থেকে এবার ‘এ’ গ্রেডে উন্নীত হচ্ছেন। তবে এদিক থেকে ‘অবনমন’ হয়েছে লিটন কুমার দাস, সৌম্য সরকার, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুর।
গত আসরে লিটন ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে, এবার তিনি নেমে আসছেন ‘এ’ গ্রেডে। সৌম্য, রনি, বিজয়, রুবেল, সাব্বির, আরিফুল ও অপুও সৌম্যর মত ‘এ’ গ্রেড থেকে এবার ‘বি’ গ্রেডে নেমে আসছেন।
বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।