যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (পুরো তালিকা) - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৩৫, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (পুরো তালিকা)

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৯
যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (পুরো তালিকা)

এম এ মালেককে সভাপতি এবং কয়ছর এম আহমেদকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

এ কমিটি যুক্তরাজ্য শাখা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

 

পূর্ণাঙ্গ কমিটিতে ১৭ জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন- আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, লুৎফর রহমান, গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সুহেল, তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, কামরুজ্জামান, একরামুল মজুমদার, শেখ লাকি, আব্দুস সাত্তার, ইকবাল হোসেন, আতিকুল হক চৌধুরী, হীরা মিয়া, আবেদ রাজা ও মুকিত আহম্মেদ।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ মল্লিক (সিনিয়র), ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিজবাহুর জামান সোহেল, সুজাতুর রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন ও হেলাল নাসিমুজ্জামান।

 

সহসাধারণ সম্পাদক করা হয়েছে ১৪ জনকে। তারা হলেন- ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, আব্দুস সামাদ, জাহিদ আলী, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, মোস্তফা সালেহ লিটন, সালেহ আহমদ জিলান, নাজমুল হাসান লিটন, জামাল আহমেদ, কেআর জসিম, অ্যাডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া ও টিপু মিয়া।

 

এছাড়া (জোন-১) এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন শামীম আহমেদ, (জোন-২) এ মোশাহিদ তালুকদার, (জোন-৩) এর কামাল আহমেদ ও (জোন-৪) এর তৈয়বুর রহমান হুমায়ুন।

 

সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন শেবুল মিয়া, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, মওদুদ আহমেদ ও রাজু মিয়া।

 

ডালিয়া লাকুরিয়া প্রচার সম্পাদক ও মঈনুল ইসলামকে সহপ্রচার সম্পাদক করা হয়েছে।

 

ড. মুজিবুর রহমান (যুগ্ম সম্পাদকের দায়িত্বে) দফতর সম্পাদক, সেলিম আহমেদ (সহসম্পাদকের দায়িত্বে) সহদফতর সম্পাদক, সালেহ গজনবী অর্থবিষয়ক সম্পাদক, তোফাজ্জল আলম সহঅর্থ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট লিয়াকত আলী আইনবিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট শাহরিয়ার কবির সহআইন বিষয়ক সম্পাদক, খিজির আহমদ যুববিষয়ক সম্পাদক, মোক্তাদির আলী সহযুববিষয়ক সম্পাদক, ইমতিয়াজ আহমেদ তামিম ছাত্রবিষয়ক সম্পাদক হয়েছে।

 

কামাল মিয়া স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক, তৌকির শাহ সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক, ফেরদৌস রহমান মহিলাবিষয়ক সম্পাদক, এজে লিমন সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, আব্দুল আহাদ সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক, জয়নাল আবেদীন শিক্ষাবিষয়ক সম্পাদক, শিবলী শাহিদ সহশিক্ষাবিষয়ক সম্পাদক, জুয়েল আহমেদ ক্রীড়াবিষয়ক সম্পাদক, তুরুন মিয়া সহক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে।

 

আক্তার মাহমুদ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কদর উদ্দিন সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক, হাবিবুর রহমান হাবিব সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, রাজ হাসান সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এএফএম মাহফুজুর রহমান খান তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, সোহেল আহমেদ সাদিক সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, আব্দুস শহীদ ধর্মবিষয়ক সম্পাদক, সৈয়দ মোসাদ্দিক আহমেদ সহধর্মবিষয়ক সম্পাদক, শের ই সাত্তার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক, ব্যারিস্টার আলিমুল হক লিটন সহআন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক হয়েছেন।

 

সাদিক হাওলাদার মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, শাহেদ উদ্দিন চৌধুরী প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক, মোহাম্মদ আরিফ আহমেদ সহপ্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলী খলকু বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, সাজওয়ার হোসেন রাজেট সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম শিপু বাণিজ্যবিষয়ক সম্পাদক, সৈয়দ শামীম আহমেদ সহবাণিজ্যবিষয়ক সম্পাদক, ব্যারিস্টার জোহা মানবাধিকারবিষয়ক সম্পাদক, আলিম খান সহমানবাধিকার বিষয়ক সম্পাদক, জাহিদ গাজী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, সোহেল আহমদ সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মনির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও লুবেক আহমেদ চৌধুরী সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক হয়েছেন।

 

এছাড়া কমিটিতে ৫৭ জনকে সদস্য পদে রাখা হয়েছে। তারা হলেন- শরীফুজ্জামান চৌধুরী তপন, তোফাজ্জল হোসেন, নসরুল্লাহ খান জুনায়েদ, আকতার হোসেন টুটুল, এমদাদ হোসেন টিপু, শহীদুল ইসলাম মামুন, মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, নাছিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, শামসুর রহমান মাহতাব, এমএ কাদির, ফখরুল ইসলাম বাদল, এসএম লিটন, এমএ সালাম, তাহির রায়হান চৌধুরী পাভেল, হেলাল উদ্দিন, বশির মিয়া, ইকবাল হোসেন, মোস্তাক আহমেদ, রুহুল আমিন, এনামুল হক লিটন, সৈয়দ সাকেরুজ্জামান, নাজমুল ইসলাম জাহিদ, শেখ আলী আহমদ, জসিম উদ্দিন সেলিম, তরিকুল ইসলাম স্বপন, আবদুল হামিদ খান হেভেন, খালেদ চৌধুরী, এমডি ইউসুফ পাঠান বুলু, আবুল কাহার, খালিক মিয়া, মিজবাউল ইসলাম বাবু, আসাদুজ্জামান আক্তার, আমিনুর রহমান আকরাম, শরিফুল ইসলাম বাবু, মির্জা নিক্সন, শরীফুল ইসলাম, ফিরোজ আলম, আলী আকবর খোকন, মিজানুর ইসলাম মির্জা, সালেহ আহমেদ, ফয়সল আহমদ, নুরে আলম সোহেল, পাশা মিয়া, মামুন হোসেন, তাজুল ইসলাম, হুমায়ুন কবির রাজন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, আবদুল মান্নান, সুজাত আহমেদ, শিশু মিয়া, শাহরিয়ার জুনেদ, তপু শেখ, কিশোর আহমেদ জাকি, সাজ্জাদ আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী ও মতিউর রহমান চৌধুরী।

 

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা পরিষদের তালিকা

 

শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, মিয়া মনিরুল আলম, ফয়জুল হক, আনা এম মিয়া, নিজাম মিয়া, রফিক উল্লাহ, এমএ রউফ, ফিরোজ চৌধুরী, আবু তাহের চৌধুরী, তারেক বিন আজিজ, সিফাত খান, আবদুল আহাদ, আবদুল হান্নান, মাসুদ মিয়া, ময়না মিয়া, আরঙ্গজেব বুলবুল, গুলজার আহমেদ, শহীদুল্লাহ খান, মল্লিক হোসাইন আহমেদ, কাজী আঙ্গুর মিয়া, নুরু নবী খোকন, এমদাদ হোসেন খান, জাকির আহমেদ কাবেরি ও জাকির মোস্তফা টুটুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।