শিগগিরই​ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে:তোফায়েল

Daily Ajker Sylhet

১৫ নভে ২০১৯, ১০:১৮ অপরাহ্ণ


শিগগিরই​ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে:তোফায়েল

বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আশা করি খুব শিগগিরই​ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। কারণ এই মুহূর্তে প্রায় ৫০ হাজার মে.টন পেঁয়াজ দেশের পথে জাহাজে করে আসছে। আশা করি আর ১০-১২ দিনের মধ্যে এ জাহাজগুলি বাংলাদেশে এসে পৌঁছাবে। আমাদের যে চাহিদা সে চাহিদা পূরণ হবে।

 

শুক্রবার ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকলে সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মধ্যে নগদ এক লাখ ৫৯ হাজার টাকা, ৪০ বান ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

 

একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারেনা বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগে যারা সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান তাদেরকে নিয়েই এবার দল সংগঠিত হবে।

 

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুকে হত্যার কারণে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগছে’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।